৳ ৮০০ ৳ ৬৭৪
|
১৬% ছাড়
|
Quantity |
|
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
বাংলা ভাষার খুব কম পাঠক মস্তিষ্কের ব্যবহার হয় এমন বই পড়তে স্বস্তি পান। যে কারণে ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম আর টেলিভিশন জনপ্রিয় হয়েছে আজকাল। একটা নির্বোধ 'ব্রেইনলেস মনস্টার' তৈরি হয়ে গেছে চারপাশে। 'ফ্যামিলিয়ার এসে'র সুবিধা হলো, আপনি এটাকে আত্মকথন, প্রবন্ধ, গল্প বা উপন্যাস যেকোনোভাবেই পড়তে পারেন। আপকি দিল কি মর্জি, এ বিষয়ে লেখক হিসেবে দাবি নেই। 'এই তো জীবন' ট্রিলজির প্রথম বই 'কথারা আমার মন' বের হয়েছে ২০১৮ সালের এপ্রিলে, বেঙ্গল পাবলিকেশান্স থেকে। এই বইটাকে ট্রিলজির দ্বিতীয় বই বলা যায়। যারা সামাজিক চাপে এখনও পুরোপুরি বিবেক হারাননি, স্বাধীন ও সচেতনভাবে শান্ত জীবন যাপন করেন, তাদের এই বই ভালো লাগবে বলে আশা রাখি।
লিখতে লিখতেই লেখক বুঝতে পেরেছেন, গদ্য বা রচনা মানে একটা 'সংযুক্তি, 'আর্টিকুলেশন', 'ইন্টারলিংকড', 'সমন্বয়', আন্তঃযোগাযোগ এবং জগতের যেকোনা বিষয় দিয়েই তা হতে পারে। এই 'আর্টিকুলেশন টুকুতে নানান মাত্রায় দুনিয়া আপন ইতিহাসকে লিখে রাখে। দেখা যায় যেমন দর্শনের ইতিহাস, সমাজ বিদ্যার ইতিহাস ইত্যাদি থেকে আমার নিজের আগ্রহ চলে গেছে লেখা থেকে। যখন আমি নিশ্চিতভাবে জানিই যে, এমন কাব্যিক ইতিহাস, দর্শন বা ভাষার বিষয়ে বিরতিহীনভাবে লিখতে পারব, তাহলে কেনই-বা আমি লিখব? চলচ্চিত্রের ইতিহাসের 'উজ্জ্বল নক্ষত্র' তারকোভস্কি কী সুন্দর করে বলেছেন কথাটা- 'মানুষ আর্ট বা শিল্প তৈরি করে কেন? অন্যের কাছে নিজেকে প্রমাণ করার জন্য? কিন্তু আমি যদি সত্যই জানি যে আমি প্রতিভাবান, তাহলে কেন আমি শিল্পচর্চা করব?' 'যখন ফুটিল কমল'-এর গদ্যগুলোতে 'ফ্যামেলিয়ার এসে' লেখা হয়েছে, রচনার দিকেই ঝোঁক। এখানে লেখার গন্তব্য অনুপস্থিত, বলা যায়, সব মিলিয়ে 'অনুপস্থিতি'ই লেখার বিষয়। অনুপস্থিতি লেখায় গতির এক মাত্রা যুক্ত করে, অপ্রত্যাশিত মাত্রা, যোগাযোগহীন ও বহুমাত্রিক যাত্রা, ব্যক্তিজীবনের মতোই। অনুপস্থিত থাকলেও বিষয়হীন লক্ষ্যহীন লেখা হয় না, সম্ভব না। 'যোগাযোগহীনতা' পাঠক লেখায় পাবেন, যা দূরত্বে থেকে দেখা যাবে স্পষ্ট, কিন্তু অতিক্রম করা যাবে না কখনোই। সবগুলো শব্দের মধ্যেই নৈঃশব্দ্যের একটা দুঃখ যেন কুয়াশার মতো ছড়ানো। যে দুঃখ 'প্রেমকেন্দ্রিক' কাব্যিক দুঃখ না-দূরত্বের, অপরিচয়ের, অসম্পূর্ণতার অভিজ্ঞতার দুঃখ।
Title | : | যখন ফুটিল কমল |
Author | : | জাহিদুর রহিম |
Publisher | : | আদর্শ |
ISBN | : | 9789849728788 |
Number of Pages | : | 360 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
জন্ম ১৯৮৬ ঈসায়ী সালের ১৭ই ডিসেম্বর, ১২ই রবিউল আউয়াল, মাতুলালয়ে। পাঞ্জাবের পাঠানকোটের উত্তরের গুরুদাসপুরের ‘প্রভু ঠাকুর পণ্ডিত’ পিতৃবংশের গোড়ার ইতিহাস, গঙ্গা-যমুনার চিরায়ত কালচার, আর্যদের আসার কালেই তারা এসেছিলেন। আর মাতুলালয়ের বংশের প্রায় এগারোশত বছরের ইতিহাস আছে। বাংলার ইতিহাস চারশত বছরের বেশি কিছু কাল (১৬০৩ ঈসায়ী সাল)। মাস্টারি থেকে উন্নয়নের কান্ডারি এনজিওদের দেশীয় পরামর্শক, উপদেষ্টা ইত্যাদি হিসেবে জনস্বাস্থ্য ও উন্নয়নের নানান কর্মসূচিতে কাজ করেন। জনস্বাস্থ্য ও উন্নয়নের একটি ছোটো গবেষণা প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা, ফ্রিল্যান্স সাংবাদিক এবং একাধিক গবেষণা প্রতিষ্ঠানের সাথে জড়িত। শিক্ষকতা, গবেষণা ও বই লেখা তার কাজ। নন-ফিকশন বা অনুবাদ বইয়ের চেয়ে সাইন্টিফিক গবেষণাপত্র প্রকাশ পাওয়া তাকে কম আনন্দ দেয় না। ইতিহাস, দর্শন, বিজ্ঞান, রাজনীতিসহ প্রায় সব বিষয় তার ভালো লাগে। রাতের সাগর আর বরফভরা পাহাড়চুড়ো, ঘুমভাঙা রাতের বিমূর্ত কিরণ — সব তার ভালো লাগে।
প্রকাশিত বই
কথারা আমার মন (প্রবন্ধ, বেঙ্গল পাবলিকেশন্স), ক্ষণকালের আভাস হতে (প্রবন্ধ, বাঙালা গবেষণা), দ্য প্রফেট (অনুবাদ, বুকিশ পাবলিকেশন্স), হেমলক সন্ধ্যার গান (কবিতা, বুকিশ পাবলিকেশন্স)
If you found any incorrect information please report us